Tuesday, November 18, 2025

হায়দরাবাদের ধর্ষণকাণ্ডে চার অপরাধীকে ঠিক এভাবেই পুলিশ এনকাউন্টার মেরেছিল। ঘৃণ্য অপরাধ ধর্ষণ করে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণে অপরাধীদের বিরুদ্ধে জনমত ছিল। তাই জনমত গড়ে ওঠেনি। এনকাউন্টারের ঘটনার পিছনে একই তথ্য উঠে এসেছে।এক্ষেত্রেও অভিযোগ, সাজানো চিত্রনাট্যের।

আসলে বিকাশ যে শুধু গ্যাংস্টার ছিল তাই নয় রাজনীতিও করতো। একসময় বিজেপি, এখন সমাজবাদী পার্টি। ফলে রাজনৈতিক মহলে তার যথেষ্ট প্রতিপত্তি। ৬৪টি মামলা থাকলেও তাকে টিকি কেউ ছুঁতে পারেনি। দু’একবার গ্রেফতার হয়েছে, হিন্দি সিনেমার মতো তাকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে। শোনা যায় কানপুরের ২০০ পুলিশ তার ইনফর্মার ছিল। ফলে কোনও অপরেশনে যাওয়ার আগেই। খবর পেয়ে যেত।

বিকাশ হত্যাকারী, কঠোর শাস্তি তার প্রাপ্য। কিন্তু বিকাশকে যারা তৈরি করেছিল, কাজে লাগাত, তাদের মুখোশ খোলার আগেই ভবলীলা সাঙ্গ। ফলে চক্রান্তের অভিযোগ যথার্থ। প্রশ্ন উঠেছে…

১. ভিআইপি কয়েদি। সব গাড়ি অক্ষত ছিল। শুধু বিকাশের গাড়িই ওল্টালো?

২. স্কোরপিও ওল্টানোয় পুলিশ কর্মী আহত হয়েছিলেন। তিনি কোথায়? তাঁকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো না!

৩. পুলিশের অস্ত্র ছিনিয়ে পালাতে গিয়েছিল নাকি বিকাশ। তাই যদি হয়, তাকে আটকানোর জন্য চারটে গুলি খরচ করতে হলো? আর সবকটা লাগলো বুকে! একটাও তার হাতে বা পায়ে নয় কেন?

৪. উজ্জয়িনী থেকে কানপুর আনতে রাতে কেন বেরনো হয়েছিল? দিনের বেলায় কেন নয়?

৫. যে মিডিয়া রাতে পুলিশের কনভয়ের সঙ্গে বেরিয়েছিল, তাদের কেন টোল প্লাজায় আটকানো হলো? কেন চেকিংয়ের নামে সময় নষ্ট করে এনকাউন্টারের সময় দেওয়া হলো। এবং আটকানোর আধ ঘন্টার মধ্যে এনকাউন্টার।

৬. সেই পুরনো চিত্রনাট্য। গাড়ি উল্টে গিয়েছিল। পুলিশ আহত হয়। কিন্তু বিকাশ আহতই হলো না! এমন চাঙ্গা ছিল যে সে রিভলভার কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালাচ্ছিল? গাড়ি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে কী করে বেরনো সম্ভব? আগে পিছনে থাকা পুলিশ কী করছিল? পালিয়ে কোথায় যাবে? হাই ওয়ের দু’পাশ তো প্রায় ফাঁকা!

৭. লক্ষ্যণীয়, যেভাবে এনকাউন্টারে বিকাশের তিন সঙ্গীকে মারা হয়, সেভাবে বিকাশকেও। এবার কি বিকাশের স্ত্রী ও ছেলের পালা?

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...
Exit mobile version