Wednesday, August 27, 2025

ভ্যাকসিন-ট্রায়ালে ডাক পাওয়া শিক্ষকের দাবি, অতীতের ঘটনা মিটে গিয়েছে

Date:

ভ্যাকসিনের মানব- ট্রায়ালে ডাক পাওয়ার দাবি করা দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জিৎ ধীবরের অতীতের এক ঘটনার কথা ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ ৯ জুলাই,২০২০ প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা স্ত্রীকে খুনের চেষ্টার মামলা মিটে গিয়েছে৷ খবরটি অসার এবং ভুয়ো৷

২০১৯ সালের আগস্ট মাসে ২০-২১ তারিখে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ প্রকাশিত সংবাদটি লেখা হয়েছে৷ ‘Zee ২৪ ঘন্টা’র প্রকাশিত সংবাদের স্ক্রিনশটও প্রকাশিত সংবাদে সংযুক্ত আছে৷ ‘Zee ২৪ ঘন্টা’ ছাড়াও সেই সময়ের প্রায় সব সংবাদমাধ্যমই ওই সংবাদটি গুরুত্ব দিয়েই প্রকাশ করে৷ বর্তমান, এই সময়, আজকাল, সংবাদ প্রতিদিন, এই মুহুর্তে, Millennium Post, দুর্গাপুর বার্তা ইত্যাদি সব সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে চিরঞ্জিৎ ধীবরের গ্রেফতারের ঘটনা৷ এতগুলি সংবাদমাধ্যম ওই সংবাদ ও ছবি প্রকাশ করার পরেও দাবি করা হয়েছে, প্রকাশিত সংবাদ ভুয়ো বা অসার৷ সেই সব খবরের উল্লেখ করা হয় প্রকাশিত প্রতিবেদনে৷ এছাড়াও লেখা হয়, “এদিকে ওই শিক্ষক নেতা চিরঞ্জিৎ ধীবরের ঘনিষ্ঠরা বলছেন, এসব মিথ্যা অভিযোগ৷ চিরঞ্জিৎ-এর ভাবমূর্তি বিনষ্ট করতেই একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে৷” প্রকাশিত খবরে স্বচ্ছতার অভাব নেই বলেই আমাদের ধারনা৷ চিরঞ্জিৎবাবুকে অযথা বিব্রত করার কোনও অভিপ্রায় থাকার প্রশ্নই নেই৷ এ সংক্রান্ত যাবতীয় সমস্যা বা মামলা মিটে যাওয়ার যে দাবি চিরঞ্জিৎবাবু করেছেন, সেই তথ্য পেলে, ওই খবরও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রকাশ করবো৷

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version