Friday, November 14, 2025

ফের রাজ্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি! কিন্তু কেন?

Date:

ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বঙ্গ বিজেপি। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন রাহুল সিনহা। কিন্ত কেন? এবার কোনও ইস্যুতে আদালতের দরজায় যাচ্ছেন তাঁরা?

রাহুল সিনহা প্রশ্ন তুলে বলেন, “রাজ্য সরকার একতরফা ভাবে নতুন নিয়ম করেছে, যেখানে এখন থেকে ACR করবেন মুখ্যমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আদালতে যাচ্ছি। এতদিন পর্যন্ত জেলাশাসক, পুলিশ সুপারদেরটা করতেন মুখ্যমন্ত্রী। এখন থেকে বিডিও, এসডিও-এরটাও করবেন তিনি।এটা মেনে নেওয়া যায় না। কোনও দিন এটা হয়নি। মুখ্যমন্ত্রী হলেও তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব । তিনি কী করে সরকারি অফিসারদের ACR করবেন? তাহলে তো সব সরকারি কর্মচারী থেকে শুরু করে আধিকারিক, মুখ্যমন্ত্রীর ভয়ে শাসক দলের দলদাসে পরিণত হবে।”

এদিন শুধু ACR নিয়ে নয়, পাশাপাশি সুপার সাইক্লোন আমফানের ত্রাণ নিয়ে ফের কড়া নিন্দা করলেন রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি নেতা বলেন, “আপনি বলেছিলেন ত্রাণের তালিকা প্রকাশ করবেন। কিন্তু এখনও সেই তালিকা আমরা দেখতে পাইনি? কারা কারা ত্রাণের টাকা পেয়েছেন, স্বচ্ছতা রেখে তাঁদের নাম ওয়েব সাইটে প্রকাশ করুন। আমফানের পর প্রচুর মূল্যবান গাছ কাটা হয়েছে। সেই গাছ বিক্রিও হয়েছে। গাছ বিক্রি করে সরকারের কোষাগারে কত টাকা তার তালিকাও প্রকাশ করতে হবে।”

এরপর রাহুল সিনহার দাবি, “শহরজুড়ে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তার মূল্য কমপক্ষে ৬০০ কোটি টাকা। সেই টাকার হিসেব দিতে হবে সরকারকে”।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version