মধ্যপ্রদেশের উজ্জয়নী মন্দিরে গ্রেফতার হওয়ার পর কানপুরে আনা হচ্ছিল গ্যাংস্টার বিকাশ দুবেকে। কিন্তু কানপুর পৌঁছানোর আগেই শুক্রবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল বিকাশ । যে সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা।

প্রিয়াঙ্কা গান্ধী ভদরা (পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক): ‘অপরাধী শেষ হয়ে গেল। অপরাধ ও তার মদতদাতা যারা তাদের কী হবে?’

অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি নেতা) : ট্যুইটে তিনি লিখেছেন, ‘আসলে, গাড়িটা উলটে যায়নি। গোপন সত্যিটা প্রকাশ্যে বেরিয়ে এলে উত্তরপ্রদেশ সরকার উলটে যেত, সেটা থেকে তারা রক্ষা পেয়েছে।’

দিগ্বিজয় সিং ( কংগ্রেস নেতা): ট্যুইটে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘যেটা নিয়ে আশঙ্কা ছিল, সেটাই হল। বিকাশ দুবের সঙ্গে কোন কোন রাজনীতিক এবং পুলিশের অন্যান্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল, তা আর জানা যাবে না। গত ২-৩ দিনে বিকাশ দুবের দুই সঙ্গীকেও এনকাউন্টারে খতম করা হয়েছে। কিন্তু তিন এনকাউন্টারের প্যাটার্নই একই ধরনের কী ভাবে হল?’

প্রিয়াঙ্কা চতুর্বেদী (শিবসেনার সাংসদ): “বিকাশের মৃত্যুতে বাঁশও থাকল না, আর বাঁশিও বাজবে না।” এই রকমই নানা মতামত উঠে এসেছে রাজনৈতিক মহলে।
