অগাস্টে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা!

অগাস্টের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে৷ সম্ভবনা এমনিই।

আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করার কথা সম্প্রতি ঘোষণা করেছে ডিজিসিএ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক ২ গাইডলাইন মেনে আন্তর্জাতিক বিমান পরিষেবা ১৫ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকতে পারে, এমনই মনে করেছিল সংশ্লিষ্ট মহল৷ তার পরেই সম্প্রতি ডিজিসিএ নোটিফিকেশন জারি করে ৩১ জুলাই পর্যন্ত পরিষেবা বন্ধের কথা ঘোষণা করেছে৷
অন্যদিকে, বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায় চলছে৷ তার মেয়াদও ৩১ জুলাই শেষ হওয়ার কথা৷ এর ফলে দুটি সম্ভাবনা তৈরি হচ্ছে৷ প্রথমত, হয় বন্দে ভারত মিশনের সময়সীমা আরও বাড়াতে পারে পঞ্চম পর্যায় পর্যন্ত৷ না হলে ঘরোয়া বা ডোমেস্টিক বিমান পরিষেবার মডেলে অগাস্টে আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরুতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র৷

Previous articleএবার কসবা থানায় একসঙ্গে ৭ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত
Next articleতাহলে দুই প্রধানের কোন উপকারটা করলেন কৈলাস বিজয়বর্গীয়?