‘রেওয়ার সৌর পার্ক ‘এশিয়ার বৃহত্তম’ : কেন্দ্রের দাবি ‘অসত্য’, বললেন রাহুল!

রেওয়ার সৌর পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশের রেওয়ার সৌরবিদ্যুৎ কেন্দ্রের(৭৫০MW) উদ্বোধনের পর টুইটারে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রকে এশিয়ার বৃহত্তম বলে অভিহিত করে প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। এরপর শুরু হয় রাজনৈতিক তরজা। সেই টুইট রিটুইট করে তা ‘অসত্য’ বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
রিটুইট করে তিনি লেখেন ‘অসত্যগ্রাহী’, অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতরের টুইটটি মিথ্যা বলে দাবি করেন রাহুল।

কর্ণাটকে কংগ্রেসের প্রধান ও প্রাক্তন মন্ত্রী ডি কে শিবকুমার শুক্রবার এই প্রসঙ্গে বলেন, “কর্ণাটকের পেভাগাদা পার্ক সৌর বিদ্যুৎ কেন্দ্র (২,০০০ MW) অনেক বেশি বড়।” ফলে এটির ভারতেরও বৃহত্তম নয়।

তিনি বলেন, “প্রায় দুই বছর আগে তৈরি হওয়া পেভাগাদা পার্ক টপকে রেওয়া সৌর বিদ্যুৎ কেন্দ্র কী করে এশিয়ার বৃহত্তম হল, তার জবাব দিক কেন্দ্রীয় শক্তি মন্ত্রক।”

 

Previous articleBreaking : একাধিক হাসপাতালে রেফার! বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করোনা রোগীর
Next articleকয়েক’শো তাঁবু রেখেই প্যাংগং লেক থেকে সরছে লাল ফৌজ