কার্যত সিল করা হলো জলসা, বচ্চন পরিবারের ৫ কর্মী পজিটিভ!

মুম্বইয়ে সিল করে দেওয়া হলো জুহুর গায়ে অমিতাভ বচ্চনের জলসা বাংলো। সকাল থেকে বৃহন্মুম্বই পুর নিগমের কর্মীরা এসে তিনটি বাংলো স্যানিটাইজ করেছে। কিন্তু দুপুরে সোয়াব টেস্টের পর ঐশ্বর্য ও আরাধ্যা কোভিড পজিটিভ হওয়ার পর তিনটি বাংলো আপাতত সিল করে দেওয়া হয়েছে। একটি সূত্রের খবর বচ্চন পরিবারের আরও ৫জন নাকি কোভিড পজিটিভ হয়েছেন। এর মধ্যে ২জন গাড়ির চালক, অন্য তিনজন বাংলোর কর্মী।