যে সাজানো বাড়িতে ইরফান আর ফিরবেন না!

মৃত্যুর চোখে চোখ রেখে লড়াইটা চালাচ্ছিলেন তিনি। ভুগছিলেন মস্তিষ্কের এক বিশেষ ধরনের ক্যান্সারে। তবে লড়াইয়ে টিকে থাকতে পারেননি বলিউড অভিনেতা ইরফান খান। ২৯ এপ্রিল প্রয়াত হয়েছেন তিনি।

তবে ইরফানের মুম্বইয়ের বাড়ি সাজানো শৈল্পিক স্পর্শে। যে বাড়িতে আর কোনও দিনও ফিরবেন না অভিনেতা।

দেখে নিন তাঁর বাড়ির কিছু ছবি…