Saturday, November 15, 2025

বিশ্বভারতীর উপাচার্য সহ আধিকারিকদের উদ্দেশে ‘নিরুদ্দেশ’- এর ব্যানার বোলপুরে

Date:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একাধিক আধিকারিকের উদ্দেশে ব্যানার টাঙানো হলো বোলপুরের চৌরাস্তা মোড়ে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার বোলপুর চৌরাস্তা মোড়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, কর্মী মণ্ডলের যুগ্ম সম্পাদক কিশোর ভট্টাচার্য, যুগ্ম কর্মসচিব সঞ্জয় ঘোষ, শিক্ষক গৌতম সাহা, জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ও সুব্রত মণ্ডলের ছবি দিয়ে ব্যানার টাঙানো হয়। ওই ব্যানারের উপরের দিকে লেখা ‘নিরুদ্দেশ সম্পর্কে বিশেষ ঘোষণা’। ছবির ঠিক নিচেই ছাপানো লেখা “উপরিউক্ত বিশেষ ব্যক্তিবর্গ ২০১৯ সালে পৌষ মেলার দোকানদারদের মাল লুণ্ঠনকারী ও মহিলা শ্লীলতাহানি কারী যাহা বোলপুর আদালতে বিচারাধীন। মামলার নং ১৪/২০২০ ধারা ৩৫৮ বি / ৫০৬/ ৩২৩/ ৩৪। এই ব্যক্তিবর্গ বর্তমানে নিরুদ্দেশ আছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি এঁদের সন্ধান দিতে পারেন, তাঁর জন্য তাহাকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে।”

শহরের ব্যস্ততম এলাকায় কে বা কারা এই ব্যানার রেখে গেল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। কিশোর ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি বলেন, “যা বলার উপাচার্যর সঙ্গে কথা বলে বলব।”

এদিকে বোলপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল সিং বলেন, “কে বা করেছে এটা জানা নেই। তবে যাঁরা এই কাজ করেছে, তাঁদের প্রতি আমাদের সমর্থন আছে। কারণ এই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে আদালতে। পুলিশ বলছে, পাওয়া যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই নিরুদ্দেশ।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version