সাগর ব্লকের আমফান দুর্গতদের পাশে বিজ্ঞান মঞ্চ

রবীন্দ্রনাথের ‘শিশু’, অবন ঠাকুরের ‘নালক’, বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, শরৎচন্দ্রের ‘রামের সুমতি’, উপেন্দ্রকিশোরের ‘টুনটুনির বই’৷ এমনই শ’দুয়েক বই এবং তার সঙ্গে ত্রিপল, মশারি, খেলনা-সহ ২৭ রকমের সামগ্রী রবিবার কাকদ্বীপের সাগর ব্লকের সাপখালি অঞ্চলের আমফান দুর্গত মানুষের হাতে তুলে দিলো ‘আচার্য সত্যেন্দ্ৰনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটি’৷ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা, স্থানীয় বিডিও সুদীপ্ত মন্ডল৷ এই উদ্যোগের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ৷

Previous articleমিমি-নুসরতের ছবির হাত ধরেই শুরু বাংলা ছবির শ্যুটিং
Next articleকেমন আছেন হেমা মালিনী? মুখ খুললেন মেয়ে এষা