উত্তর কলকাতায় আতঙ্ক।
15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ভোড়ের স্বামী বিনয় ভোড় অসুস্থ। তাঁকে আই এল এস হাসপাতাল থেকে বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছে।
16 নম্বরের কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান সাধন সাহা অসুস্থ। তাঁকে আইডিতে ভর্তি করা হয়েছে।
সবাই সব বুঝতে পারছে। শুধু প্রশাসন এদের করোনা আক্রান্ত বলবে নাকি পেট খারাপ বলবে, তা এখনও নিশ্চিত নয়।
