সিন্ধিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক, পাইলট আজ দেখা করতে পারেন বিজেপি সভাপতির সঙ্গেও

কংগ্রেসের প্রাক্তন সতীর্থ ও বর্তমানে বিজেপির সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করলেন শচিন পাইলট। রবিবার রাতে দিল্লিতে সিন্ধিয়ার বাড়ি যান পাইলট। সেখানে তাঁদের অন্তত চল্লিশ মিনিট একান্তে কথা হয়েছে বলে সূত্রের খবর। এরপরই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতৃত্বের কড়া সমালোচনা করে টুইট করেন সিন্ধিয়া। অন্যদিকে পাইলটকে প্রশংসায় ভরিয়ে দেন। রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট সম্পর্কে বিজেপি সাংসদ সিন্ধিয়ার প্রকাশ্য প্রশংসার পর রাজস্থানের কংগ্রেস সরকারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা চরমে উঠেছে। সেইসঙ্গে, তাঁর পাশে ৩০ জন কংগ্রেস বিধায়ক অাছেন বলে যে দাবি পাইলট করেছেন তা চাপ বাড়িয়েছে গেহলট ও কংগ্রেস হাইকম্যান্ডের উপর। আজ সোমবার জয়পুরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন গেহলট। সেখানে শচিন পাইলট ও তাঁর শিবিরের বিধায়করা থাকছেন না বলেই খবর। দলের বৈঠকে যোগ না দিয়ে পাইলট আজ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে, মধ্যপ্রদেশ সংকটের পর তিন মাস কাটতে না কাটতেই ফের মরুরাজ্য রাজস্থানে চরম বেকায়দায় কংগ্রেস।

 

Previous articleদু’ যুগ পর কাটল খরা,  বাইশ গজে ফিরেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয় ক্যারিবিয়ানদের
Next articleBreaking: পুরমাতার স্বামী, বোরো চেয়ারম্যান হাসপাতালে