সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত, রেজাল্ট অনলাইনে

প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল। সোমবার টুইট করে জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল।

পরীক্ষার ফল জানা যাবে cbseresults.nic.in বা cbse.nic.in-এ। পাশের হার ৮৮.৭৮ শতাংশ। গত বছরের তুলনায় ৫.৩৮ শতাংশ বেড়েছে পাশের হার। তবে মেধাতালিকা প্রকাশ করেনি সংশ্লিষ্ট বোর্ড। জানা গিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে সিবিএসই দশম শ্রেণীর ফল প্রকাশিত হতে পারে।

মহামারি আবহে স্থগিত হয়ে যায় সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এরপর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপ্রিম কোর্টে জানায়, এই পরিস্থিতিতে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বাতিল হয়ে যায় বাকি পরীক্ষা। যেসব পরীক্ষা পরীক্ষার্থীরা দিয়েছে, তার ভিত্তিতে বাকি পরীক্ষার মূল্যায়ন হয়েছে। সাফল্যের হারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে তিরুবনন্তপুরম।

Previous articleযাত্রী সংখ্যা কম, সপ্তাহের প্রথম দিন রাস্তায় অমিল বেসরকারি বাস
Next articleগেহলট ঘনিষ্ঠদের ব্যবসায়িক সংস্থায় আইটি তল্লাশি