যাত্রী সংখ্যা কম, সপ্তাহের প্রথম দিন রাস্তায় অমিল বেসরকারি বাস

ফের শহরে কমতে শুরু করেছে বেসরকারি বাস। একাধিকবার বৈঠক করার পর জুলাই মাসে বেসরকারি বাস সংগঠন রাস্তায় বাস নামিয়েছে। কিন্তু কন্টেনমেন্ট জোনের জেরে শহরের রাস্তায় ফের কমছে বাসের সংখ্যা। সপ্তাহের প্রথম দিন প্রায় দেড় হাজার বাস রাস্তায় নেমেছে। বাস মালিকদের একাংশের কথায়, বাসে যাত্রী সংখ্যা অত্যন্ত কম।

বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় অনেকে রাস্তায় বেরোচ্ছেন না। ফলে যাত্রী সংখ্যা অনেক কম। আনলকের দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩ হাজার বাস রাস্তায় নামে। রাজ্য সরকার ১৮০০ বাস রাস্তায় নামিয়েছিল। কিন্তু কন্টেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা হওয়ার পর রাস্তায় বাস কম নামছে। একইসঙ্গে বাস কমেছে বেশ কিছু সরকারি রুটেও। জানা গিয়েছে, বারাসত থেকে হাওড়া, ব্যারাকপুর থেকে কলকাতা বা হাবড়া থেকে ধর্মতলা রুটে যে সব বাস চলে সেখানে কমেছে বাসের সংখ্যা।

বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, ” চালক, কন্ডাক্টররা আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেক বাসের রুট কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছে। পরিবহন দফতরের সঙ্গে কথা বলেছি।”

Previous articleবিধায়কের অস্বাভাবিক মৃত্যু : অটোপ্সির ভিডিওগ্রাফি চাইলেন রাজ্যপাল
Next articleসিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত, রেজাল্ট অনলাইনে