এবার করোনা আক্রান্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চার আধিকারিক। তাই সংক্রমণ আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বউবাজার শাখা। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে , বউবাজারের এই শাখা থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগনার বিভিন্ন শাখায় টাকা সরবরাহ করা হয়। এই পরিস্থিতিতে সেই পরিষেবাও ব্যাহত। বাকি কর্মীদেরও কোভিড পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।
ব্যাঙ্কের ওই শাখা ফের স্যানিটাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।
