এআইএফএফ সচিব কুশল দাস বলেছেন,” ইস্টবেঙ্গল আইএসএল খেলবেই, এ বছর না হলে আগামীবছর। ওদের উচিত একটু সময় নিয়ে স্থায়ী লগ্নিকারী ও কাঠামো ঠিক করে আসা।” কুশলের বক্তব্যের সঙ্গে সঙ্গে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...