কলকাতা-সহ চারজেলার নোডাল অফিসারকে সরিয়ে দিল নবান্ন

প্রতিদিনই রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী ভাইরাস সংক্রমণের গ্রাফ। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়ায় আক্রান্তের সংখ্যা সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে এই ৪ জেলার দায়িত্বে থাকা নোডাল অফিসারকে সরিয়ে দিল নবান্ন। সূত্রের খবর, তাঁদের কাজে  ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এঁদের জায়গায় আনা হল সিনিয়র অফিসারদের।

কলকাতা: সঞ্জয় থারের জায়গায় দায়িত্বে আলাপন বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনা: দায়িত্বে মনোজ পন্থ

দক্ষিণ ২৪ পরগনা: দায়িত্বে নবীন প্রকাশ

 হাওড়া: দায়িত্বে রাজেশ পান্ডে

এই চার জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি এবং নোডাল অফিসারদের ভূমিকায় মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট বলে সূত্রের খবর। সেই কারণেই দায়িত্বে থাকা আধিকারিকদের বদলে উচ্চপদস্থ মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকদের এবার সংক্রমণ মোকাবিলায় দায়িত্ব দিল নবান্ন।

Previous articleতপন ঘোষ এবং কুমিরের কান্না,কণাদ দাশগুপ্তর কলম
Next articleগেহলটে আস্থা প্রকাশের পরই বিলাসবহুল পাঁচতারা হোটেলবন্দি কং বিধায়করা