Tuesday, August 26, 2025

অতিমহামারীর পরিস্থিতি চলছে। বিনিয়োগকারীরা প্রায় হাত গুটিয়ে নিচ্ছেন। এমনই এক খারাপ পরিস্থিতিতে সুখবর শোনাল গুগল। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে তারা ভারতে বিনিয়োগ করতে চলেছে ১ হাজার কোটি ডলার। অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার বেশি। সোমবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। গুগল কয়েকটি ভারতীয় সংস্থার শেয়ার কিনবে। মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডার সংস্থার শেয়ার কেনার ওপরে জোর দেওয়া হবে বলেই জানিয়েছে গুগল।
গুগলের কর্তা সুন্দর পিচাই এদিন বলেন, “গুগল মনে করে, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ আছে। আমরা সেই সুযোগ নিতে আগ্রহী। তাই আগামী কয়েক বছরে আমরা ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব।” পাশাপাশি এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রীও এই বিষয়ে টুইট করেন। তিনি টুইট করে জানান, “সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা হল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলেছি। প্রযুক্তির সাহায্যে কীভাবে ভারতের তরুণ উদ্যোগপতিদের সাহায্য করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই রিলায়েন্স জিও-তে বিনিয়োগের কথা ঘোষণা করেছে ১২ টি সংস্থা। তার মধ্যে আছে ফেসবুকও। তারা বিনিয়োগ করবে ৫৭০ কোটি ডলার।
সুন্দর পিচাই এদিন জানান, তাঁরা কেবল বড় কোম্পানিতে বিনিয়োগ করবেন না। নানা ছোটখাটো কোম্পানিতেও বিনিয়োগ করবেন। ডেটা সেন্টার গড়ার জন্যও কিছু পরিমাণ অর্থ খরচ করবেন। পিচাই আরও বলেন যে , “ভারতের জন্য আমরা যে তহবিল গঠন করেছি, তার সাহায্যে এমন কয়েকটি পণ্য বা পরিষেবা দেব, যা এদেশের পক্ষে খুবই প্রয়োজনীয়। ইংরেজি বাদে অন্যান্য ভাষাতেও তৈরি হবে আমাদের প্রোডাক্ট।”

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version