উলটপুরাণ!

এতদিন ধরে ধনকুবেররা ভাবতেন কীভাবে ‘কর ফাঁকি’, ‘কর ছাড়ের সুবিধা’ পাওয়া যায়। কিন্তু এখন তা উল্টো হচ্ছে! বিশ্বের ৮০ জন ধনকুবের অতিমারি মোকাবিলার জন্য তাঁদের কাছ থেকে অনেক বেশি হারে কর আদায়ের আর্জি জানিয়েছেন সরকারের কাছে। ৮০ জন ধনকুবেরদের বেশিরভাগই আমেরিকা ও ব্রিটেনের বাসিন্দা।

ধনকুবেররা সরকারের উদ্দেশ্যে খোলা চিঠিতে জানিয়েছেন, ‘ আমরা কেউ আইসিইউ বিভাগে অসুস্থদের সেবা করি না। তাঁদের হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স চালাই না। মুদির দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সাজাই না। আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিই না। কিন্তু আমাদের কাছে যা আছে, তা হল অনেক অর্থ। এই সময় এবং সংকট কাটিয়ে ওঠার পরে আগামী কয়েক বছরেও যা বিশ্বের প্রয়োজনে লাগবে। সেই কারণে এই চিঠিতে স্বাক্ষরকারী, আমরা কোটিপতিরা সরকারের কাছে অনুরোধ করছি যে, আমাদের থেকে বেশি কর নেওয়া হোক। অবিলম্বে, সামগ্রিকভাবে এবং স্থায়ী ব্যবস্থায় তা নেওয়া হোক।’ ওই চিঠিতে ধনকুবেররা আরও জানিয়েছেন, ‘ এই অতিমারির প্রভাব আগামী কয়েক দশক ধরে বহাল থাকবে। এর জেরে লক্ষ লক্ষ পরিবার রোজগার হারিয়ে দারিদ্রসীমার নীচে চলে যাবেন। ইতিমধ্যেই প্রায় এককোটি শিশু স্কুল ছেড়ে দিয়েছে। তাছাড়াও হাসপাতালে শয্যার অভাব, মাস্ক ও ভেন্টিলেটরের অপ্রতুলতাজনিত যন্ত্রণা প্রতি মুহূর্তে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য খাতে বিনিয়োগের অভাব সুস্পষ্ট করে চলেছে। কিন্তু আমরা প্রথম সারিতে দাঁড়িয়ে সংকটের বিরুদ্ধে লড়ছি না, এবং তার শিকার হওয়ার সম্ভাবনাও আমাদের কম। বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমাদের রোজগার হারানোর ভয় নেই। থাকার জায়গা, পরিবারের জন্য খাওয়ার চিন্তাও আমাদের করতে হয় না।’

তাঁরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন, ‘দয়া করে আমাদের থেকে কর নিন। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত হবে। আমাদের অর্থের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনুষ্যত্ব।’
