Sunday, November 16, 2025

হাসপাতাল ফেরাচ্ছে রোগীকে, সমস্যা মেটাতে পোর্টাল আনছে রাজ্য সরকার

Date:

করোনার কঠিন পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল ফেরাচ্ছে রোগীকে। বিনা চিকিৎসায় হচ্ছে মৃত্যু। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যেও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন, এমন অসুবিধা মেটাতে নতুন একটি পোর্টাল আনছে রাজ্য সরকার। যেখানে সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের নাম ও ঠিকানা সম্বলিত বিস্তারিত ডেটা থাকবে। এছাড়া প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে নিয়মিত ডেটা নথিভুক্ত করতে হবে এবং তা স্বাস্থ্য দফতরকে রুটিন মাফিক জানাতে হবে। এবং তার জন্য প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া হবে। যাতে দরকারে সাধারণ মানুষ তাঁদের সমস্যা মেটাতে পারেন। মূলত, সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা নিয়ে বৈঠক করতেই নোডাল অফিসার হওয়ার পর এই প্রথম কলকাতা পুরসভায় এলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, আজ মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম-সহ উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবে পুরসভা দফতরে আসেন রাজ্যেও স্বরাষ্ট্র সচিব তথা পুরসভার আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি এদিন সাংবাদিকদের জানিয়েছেন, কীভাবে কলকাতা শহরে করোনা পরিস্থিতিতে মোকাবিলার প্রয়োজন।

তাঁর কথায়, জোরকদমে কাজ করতে হবে। কাজের বিভিন্ন পদ্ধতি নিয়ে এদিন আলোচনা করা হয়। তিনি আরও জানিয়েছেন, কলকাতার কনটেন্টমেনট জোন যেখানে যেখানে আছে, সেখানে পুলিশি ব্যবস্থা আরও জোরদার হবে এবং পুলিশের সঙ্গে কলকাতা কর্পোরেশনের যাতে লিঙ্ক আরও ভালো হয় সে জন্য কলকাতা পুলিশের কন্ট্রোল রুম এবং কলকাতা কর্পোরেশনের কন্ট্রোল রুমের মধ্যে একটা জোরালো সংযোগ স্থাপন করতে হবে। তাছাড়া কনটেন্টমেনট জোনে যে সমস্ত মানুষ আছেন, তাঁদের সঙ্গে যাতে সরাসরি এবং ভালোভাবে যোগাযোগ করা যায় সে বিষয়টিও দেখতে হবে ।

সবশেষে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে। প্রত্যেকে যেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন সেটি খেয়াল রাখতে হবে।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version