হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে- এই অভিযোগের বুধবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। সেই মতো এদিন সকালে পার্ক স্ট্রিট থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা। একই সঙ্গে এ ঘটনায় শাসকদলের জড়িত থাকার অভিযোগ করেছে বিজেপি।
