“থেমো না, নতুন স্কিল শিখতে থাকো” যুব সম্প্রদায়কে ‘মন্ত্র’ মোদির

“থেমো না। নতুন নতুন স্কিল শিখতে থাকো।” ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে উপলক্ষে যুব সম্প্রদায়কে নতুন নতুন স্কিল শেখার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

মহামারীর জেরে চাকরির ক্ষেত্রে ঘটছে আমূল পরিবর্তন। চাকরির প্রকৃতি বদলে যাচ্ছে৷ করোনা-পরবর্তী সময়ে নতুন স্কিল শিখতেই হবে৷ ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে উপলক্ষে যুব সম্প্রদায়কে নতুন নতুন স্কিল শেখার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বুধবার প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “বাজার, ব্যবসা-সহ সব ক্ষেত্রেই চটজলদি পরিবর্তন হচ্ছে৷ যুবকরা দ্রুত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন৷ অনেকেরই অসুবিধা হচ্ছে৷ আমরা একটি পোর্টাল শুরু করেছি দেশের স্কিলড কর্মীদের চিহ্নিত করার জন্য৷ এর সাহায্যে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট স্কিলড চাকরিপ্রার্থীর সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে৷”

প্রধানমন্ত্রী বলছেন, একজন সফল ব্যক্তি কখনওই নতুন স্কিল শেখা থেকে বিরত থাকেন না৷ তিনি প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে থাকেন৷ তাঁর কথায়, “আজকের দিনটি যুব সম্প্রদায়ের স্কিলকে উত্‍সর্গ করতেই পালন করা হয়৷ মিলেনিয়াল যুবকরাই নতুন স্কিল রপ্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি৷ আমাদের যুব সম্প্রদায়কে নতুন স্কিল শিখতেই হবে৷”

তিনি বলেন, “স্কিল মানে তুমি যা নতুন শিখছো৷ কাঠ থেকে একটি চেয়ার তৈরি করাও একটা স্কিল৷ থেমে থাকলে চলবে না৷  স্কিলকে আরও বাড়াতে হবে৷ একেই আপস্কিল বলা হয়৷ এর ফলে আমরা আত্মনির্ভর হয়ে উঠব৷”

Previous articleমাধ্যমিকে ৬৬৬! চমকে দিলো হতদরিদ্র দিনমজুরের ছেলে সীমান্ত
Next articleপরস্পরবিরোধী সিদ্ধান্ত, পাইলটকে নিয়ে দো-টানায় হাই কম্যান্ড