Monday, August 25, 2025

সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষায় জয়জয়কার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের রাজ্যের সব জেলার টিআইজিপিএস-এর ছাত্র-ছাত্রীরা বোর্ডের পরীক্ষায় দারুণ ফল করেছে। ৯৯ শতাংশ পেয়ে সিবিএসইর দশমে বোলপুরে প্রথম হয়েছেন শুভম বিশ্বাস। তাঁর সাফল্যের সবটুকু কৃতিত্বই তিনি দিয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে। তাঁর কথায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যতের জন্য যোগ্য ভিত তৈরি করে দিয়েছেন তাঁরা। যার ফলে এই নম্বর বলে জানিয়েছেন শুভম।

এই স্কুলেই একাদশ শ্রেণীতে ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছেন তিনি। ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছে আছে শুভমের। তাঁর সমান শতাংশ নম্বর পেয়েছেন হুগলির টিআইজিপিএস-এর ছাত্র অভিরূপ দেব।
এছাড়াও সিঞ্জন দাস, অনির্বাণ মাইতি, ধ্রুব সিনহা, অয়ন্তিকা রক্ষিত, স্পন্দন দাসও টেকনো ইন্ডিয়া বিভিন্ন জেলার স্কুল থেকে ৯৬ শতাংশের উপরে নম্বর পেয়েছেন সিবিএসই দশমে।
দশমের মতই সিবিএসই দ্বাদশের পরীক্ষায় চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কলা বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন শুভশ্রী রক্ষিত।‌ভদ্রেশ্বরে বাড়ি শুভশ্রীর। বরাবরই স্কুলে ভাল ছাত্রী বলে পরিচিত শুভশ্রী। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা, নাচ ভালবাসেন তিনি। আপাতত ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে শুভশ্রীর।
তাঁর ৯৯.২ শতাংশ নম্বর পাওয়ার পিছনে মা-বাবার পাশাপাশি টেকনো ইন্ডিয়ার শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্স অনস্বীকার্য বলে জানান শুভশ্রী। প্রত্যেকদিন আট থেকে দশ ঘণ্টা পড়তেন। বিজ্ঞান অথবা বাণিজ্যর থেকে সাহিত্যই তাঁর বেশি পছন্দ।

তবে, শুধু শুভম বা শুভশ্রী নন টেকনো ইন্ডিয়া গ্রুপের রাজ্যের সবকটি স্কুলেরই সিবিএসইর দশম এবং দ্বাদশের ফল অত্যন্ত ভালো। বেশিরভাগ ছাত্রছাত্রীই ৯০% উপরে নম্বর পেয়েছেন। আর নিজেদের সাফল্যের কথা বলতে গিয়ে সবাই বলছেন, যেভাবে টিআইজিপিএস তাঁদের পাশে দাঁড়িয়ে শিক্ষার ভিত গড়ে দিয়েছে তার জন্যই এই সাফল্য এসেছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version