Friday, November 14, 2025

সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষায় জয়জয়কার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের রাজ্যের সব জেলার টিআইজিপিএস-এর ছাত্র-ছাত্রীরা বোর্ডের পরীক্ষায় দারুণ ফল করেছে। ৯৯ শতাংশ পেয়ে সিবিএসইর দশমে বোলপুরে প্রথম হয়েছেন শুভম বিশ্বাস। তাঁর সাফল্যের সবটুকু কৃতিত্বই তিনি দিয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে। তাঁর কথায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যতের জন্য যোগ্য ভিত তৈরি করে দিয়েছেন তাঁরা। যার ফলে এই নম্বর বলে জানিয়েছেন শুভম।

এই স্কুলেই একাদশ শ্রেণীতে ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছেন তিনি। ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছে আছে শুভমের। তাঁর সমান শতাংশ নম্বর পেয়েছেন হুগলির টিআইজিপিএস-এর ছাত্র অভিরূপ দেব।
এছাড়াও সিঞ্জন দাস, অনির্বাণ মাইতি, ধ্রুব সিনহা, অয়ন্তিকা রক্ষিত, স্পন্দন দাসও টেকনো ইন্ডিয়া বিভিন্ন জেলার স্কুল থেকে ৯৬ শতাংশের উপরে নম্বর পেয়েছেন সিবিএসই দশমে।
দশমের মতই সিবিএসই দ্বাদশের পরীক্ষায় চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কলা বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন শুভশ্রী রক্ষিত।‌ভদ্রেশ্বরে বাড়ি শুভশ্রীর। বরাবরই স্কুলে ভাল ছাত্রী বলে পরিচিত শুভশ্রী। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা, নাচ ভালবাসেন তিনি। আপাতত ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে শুভশ্রীর।
তাঁর ৯৯.২ শতাংশ নম্বর পাওয়ার পিছনে মা-বাবার পাশাপাশি টেকনো ইন্ডিয়ার শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্স অনস্বীকার্য বলে জানান শুভশ্রী। প্রত্যেকদিন আট থেকে দশ ঘণ্টা পড়তেন। বিজ্ঞান অথবা বাণিজ্যর থেকে সাহিত্যই তাঁর বেশি পছন্দ।

তবে, শুধু শুভম বা শুভশ্রী নন টেকনো ইন্ডিয়া গ্রুপের রাজ্যের সবকটি স্কুলেরই সিবিএসইর দশম এবং দ্বাদশের ফল অত্যন্ত ভালো। বেশিরভাগ ছাত্রছাত্রীই ৯০% উপরে নম্বর পেয়েছেন। আর নিজেদের সাফল্যের কথা বলতে গিয়ে সবাই বলছেন, যেভাবে টিআইজিপিএস তাঁদের পাশে দাঁড়িয়ে শিক্ষার ভিত গড়ে দিয়েছে তার জন্যই এই সাফল্য এসেছে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version