Friday, May 16, 2025

সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষায় জয়জয়কার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের রাজ্যের সব জেলার টিআইজিপিএস-এর ছাত্র-ছাত্রীরা বোর্ডের পরীক্ষায় দারুণ ফল করেছে। ৯৯ শতাংশ পেয়ে সিবিএসইর দশমে বোলপুরে প্রথম হয়েছেন শুভম বিশ্বাস। তাঁর সাফল্যের সবটুকু কৃতিত্বই তিনি দিয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে। তাঁর কথায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যতের জন্য যোগ্য ভিত তৈরি করে দিয়েছেন তাঁরা। যার ফলে এই নম্বর বলে জানিয়েছেন শুভম।

এই স্কুলেই একাদশ শ্রেণীতে ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছেন তিনি। ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছে আছে শুভমের। তাঁর সমান শতাংশ নম্বর পেয়েছেন হুগলির টিআইজিপিএস-এর ছাত্র অভিরূপ দেব।
এছাড়াও সিঞ্জন দাস, অনির্বাণ মাইতি, ধ্রুব সিনহা, অয়ন্তিকা রক্ষিত, স্পন্দন দাসও টেকনো ইন্ডিয়া বিভিন্ন জেলার স্কুল থেকে ৯৬ শতাংশের উপরে নম্বর পেয়েছেন সিবিএসই দশমে।
দশমের মতই সিবিএসই দ্বাদশের পরীক্ষায় চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কলা বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন শুভশ্রী রক্ষিত।‌ভদ্রেশ্বরে বাড়ি শুভশ্রীর। বরাবরই স্কুলে ভাল ছাত্রী বলে পরিচিত শুভশ্রী। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা, নাচ ভালবাসেন তিনি। আপাতত ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে শুভশ্রীর।
তাঁর ৯৯.২ শতাংশ নম্বর পাওয়ার পিছনে মা-বাবার পাশাপাশি টেকনো ইন্ডিয়ার শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্স অনস্বীকার্য বলে জানান শুভশ্রী। প্রত্যেকদিন আট থেকে দশ ঘণ্টা পড়তেন। বিজ্ঞান অথবা বাণিজ্যর থেকে সাহিত্যই তাঁর বেশি পছন্দ।

তবে, শুধু শুভম বা শুভশ্রী নন টেকনো ইন্ডিয়া গ্রুপের রাজ্যের সবকটি স্কুলেরই সিবিএসইর দশম এবং দ্বাদশের ফল অত্যন্ত ভালো। বেশিরভাগ ছাত্রছাত্রীই ৯০% উপরে নম্বর পেয়েছেন। আর নিজেদের সাফল্যের কথা বলতে গিয়ে সবাই বলছেন, যেভাবে টিআইজিপিএস তাঁদের পাশে দাঁড়িয়ে শিক্ষার ভিত গড়ে দিয়েছে তার জন্যই এই সাফল্য এসেছে।

Related articles

সব্যসাচী নন, প্রথমে আইন ভেঙেছেন বিক্ষোভকারীরাই: স্পষ্ট জানালেন দুই পুলিশকর্তা

চাকরিহারাদের আন্দোলনের মধ্যে বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।...

মধ্যপ্রদেশের শাহদলে মধ্যযুগীয় সোনা- রুপোর ভাণ্ডার! নির্মাণ শ্রমিকদের থেকে উদ্ধার স্বর্ণমুদ্রা

২০২৫ সালের এসে হঠাৎ করে মধ্যযুগের সোনা- রুপোর ভাণ্ডার খুঁজে পাওয়ার ঘটনা (treasure trove of rare medieval gold...

হুগলির ‘ময়ূর গ্রাম’-এ অস্তিত্ব সংকটে জাতীয় পাখি! উদ্বেগে স্থানীয়রা

হুগলির(Hooghly) গান্ধীগ্রাম 'ময়ূর গ্রাম'(Mayur Gram) নামে পরিচিত। কিন্তু সেখানেই বিপন্ন ময়ূর(Peacock)- অভিযোগ স্থানীয়রা। রাজহাট অঞ্চলের গান্ধীগ্রামে ময়ূরের(Peacock) অবাধ...

ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! তালিবান বিদেশমন্ত্রী- জয়শঙ্কর কথোপকথনে জল্পনা

'শত্রুর শত্রু নিজের বন্ধু', চাণক্যের কূটনীতিকে কাজে লাগিয়ে কি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস...
Exit mobile version