Saturday, November 15, 2025

করোনা আবহের মধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা ফিফার

Date:

দু’বছর আগে ঠিক আজকের দিনেই (১৫ জুলাই) রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে নিজেদের দেশের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বপ্নের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মেতেছিল ফ্রান্স। দুনিয়াজুড়ে করোনা আবহের সেই বিশ্বকাপ শেষ হওয়ার দু’বছর পূর্তির দিনে আগামী বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। কাতারে ২০২২-এর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।

আয়োজজ কাতার “এ” গ্রুপের ম্যাচ দিয়ে আল-বাইত স্টেডিয়ামে ২০২২ সালের ২১ নভেম্বর, সোমবার শুরু করবে বিশ্বকাপ যাত্রা। গ্রুপ পর্ব চলবে ১২ দিন, প্রতিদিন চারটি করে ম্যাচ থাকবে। কাতারজুড়ে আটটি স্টেডিয়ামে হবে ম্যাচ। ফিফা জানাচ্ছে, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে আকাশপথে ভ্রমণের দরকার পড়বে না।

আরও জানানো হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ৩ ঘণ্টা বিরতিতে। ভেন্যুগুলোর মধ্যে দূরত্ব আর ম্যাচের মধ্যের বিরতি হিসাব করে বিশ্লেষকরা বলছেন, একজন দর্শক চাইলে একটি ম্যাচ শেষ করে আরেক ভেন্যুতে অন্য ম্যাচও দেখতে পারবেন! দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় (ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে)। আর শেষ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়)।

গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্ট যাবে শেষ ষোলোতে, সেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকবে। শেষ ষোলো শেষে দু’দিনের বিরতি। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষ হবে দু’দিনে, এখানেও দিনে দুটি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনাল শেষে দু’দিনের বিরতি। ১৪ ডিসেম্বর সেমিফাইনালের পর দু’দিনের বিরতি শেষে ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, তার পরের দিন ফাইনাল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে এবারই প্রথম ফিফা বিশ্বকাপ হচ্ছে। বছরের এই সময়ে, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে হতে চলা প্রথম বিশ্বকাপও এটি। ৩২ দলের টুর্নামেন্টের বাছাইপর্বই অবশ্য এখনও সেভাবে শুরু হয়নি। এশিয়া ও আফ্রিকায় শুরু হয়েছে, কিন্তু মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়নি। ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলেও বাছাইপর্বের একটি ম্যাচও হয়নি। ২০২২ সালের মার্চে বাছাইপর্বের সব ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ভেন্যুর কাজও এখনো শেষ হয়নি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল-বাইত ও ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের কাজ এখনও চলছে। গালফ অঞ্চলের বেদুইনদের বানানো তাঁবুর আদলে গড়া আল-বাইত স্টেডিয়ামের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানিয়েছেন আয়োজক কাতার।

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version