শেষপর্যন্ত লাদাখ যাওয়ার ‘ছাড়পত্র’ পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

অবশেষে লাদাখ যাওয়ার ‘অনুমতি’ পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার তিনি লাদাখে যাচ্ছেন, যদিও পরিস্থিতি এখন অনেকটাই ঠাণ্ডা৷ সরকারিভাবে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতেই লাদাখ সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী৷ গত ৩ জুলাই লাদাখে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। পরে বিশেষ কারণে তাঁর সফর স্থগিত রাখা হয়। এই ‘বিশেষ কারণ’টি হলো, কোনও পূর্ব ঘোষণা ছাড়াই লাদাখ সফরে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণেই থামানো হয় রাজনাথের লাদাখ- সফর৷ রাজনাথ

লাদাখের পাশাপাশি শনিবার জম্মু-কাশ্মীরের কয়েকটি এলাকা ঘুরে দেখবেন রাজনাথ সিং। তাঁর সঙ্গে থাকবেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

Previous articleসাতসকালে ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশ
Next articleস্বাধীনতা দিবসে অভিনব ফটোগ্রাফি প্রতিযোগিতা ডাকবিভাগের