Thursday, August 28, 2025

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও নিয়ে বিস্তারিত ভাবে কথা বললেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। তিনি জানান যে এবার গুগল লগ্নি করবে জিও-তে। একই সঙ্গে তিনি বলেন স্পেকট্রাম পেলেই ৫জি ট্রায়াল শুরু করবে তাঁর সংস্থা।

বুধবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান মুকেশ অম্বানী জানালেন, নানা কারণে সৌদি অ্যারামকোকে রিলায়্যান্সের শেয়ার বেচার কাজ সময় মেনে সম্পূর্ণ হয়নি ঠিকই। তবে ১২টি সংস্থার ১.১৮ লক্ষ কোটি টাকা লগ্নির পরে এ বার ৩৩,৭৩৭ কোটি ঢেলে জিয়ো প্ল্যাটফর্মের ৭.৭% কিনছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। যার হাত ধরে শেষ হচ্ছে রিলায়্যান্সকে ঋণমুক্ত করতে প্রথম ধাপের অর্থ জোগাড়ের প্রক্রিয়া। এ বার জিয়ো নজর দেবে ৫জি প্রযুক্তিতে। আর গুগল সিইও সুন্দর পিচাইয়ের ঘোষণা, ভারতে যে ৭৫,০০০ কোটি লগ্নির কথা দু’দিন আগেই জানিয়েছেন তিনি, তার অর্ধেক জিয়োয় ঢেলে দেশের মানুষের উন্নয়নেই শামিল হতে চান তাঁরা।
তবে সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, গুগল, অ্যামাজ়নের মতো সংস্থার সার্ভার হয়েই ভারতীয়দের সব তথ্য বিদেশে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল সরকার। এ নিয়ে তখন সরব হয়েছিলেন মুকেশও। কিন্তু অন্তত এ দিন সে ব্যাপারে কোনও আশ্বাস শোনা যায়নি রিলায়্যান্স কর্তার মুখে।
মুকেশ আম্বানি বলেন যে গত অর্থবর্ষে রিলায়েন্সের ধার ছিল ১.৬১ লক্ষ কোটি টাকা। এই টাকা ওঠানোর পর রিলায়েন্সের বাজারে আর কোনও দেনা থাকল না বলেই তিনি জানান। খুব ভালো ব্যালেন্স শিট আছে সংস্থার। এছাড়াও জ্বালানি ব্যবসায় বিপি-র সঙ্গে যৌথ অংশীদারিত্বে গেছে রিলায়েন্স। সেই কথাও বলেন তিনি।

অন্যদিকে 5G প্রযুক্তি সম্বন্ধে আম্বানি বলেন যে তারা ট্রায়ালের জন্য প্রস্তুত। তিনি বলেন সংস্থা নিজের থেকে প্রযুক্তি বানিয়েছে যেটা আগামী বছর বাজারে এসে যাবে। যখনই স্পেকট্রাম পাওয়া যাবে, ট্রায়াল শুরু করা হবে বলে তিনি জানান।  এছাড়াও ক্লাউড কমপুটিং, এআর, ভিআর প্রভৃতি নিয়ে সংস্থা কাজ করেছে। প্রায় ২০টি স্টার্টআপের সঙ্গে একযোগে এই কাজ হয়েছে। বিভিন্ন সেক্টরে এর সুফল মিলবে বলে জানান মুকেশ আম্বানি।
তিনি বলেন যে জিও ৫ কোটি বাড়ি ও ব্যবসাকে প্রযুক্তির মাধ্যমে জুড়তে চায় আগামী তিন বছরে। তিনি বলেন যে মোবাইল ব্রডব্যান্ড, জিও ফাইবার, জিও ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড ফর এসএমই ও জিও-র ন্যারোব্যান্ড ইন্টারনেট অফ থিংসের কথা বলেন মুকেশ আম্বানি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version