ভারতে করোনায় মৃত্যু ২৫ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত ১০ লক্ষের দোরগোড়ায়

সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ভেঙে দিয়ে ভারতে একদিনে
করোনা আক্রান্ত আরও ৩২,৬৯৫ জন। যা বিশ্বের দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলের একদিনের রেকর্ডকেও হার মানাচ্ছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬০৬ জন রোগীর। ফলে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৪ হাজার ৯১৫ জনের। আক্রান্তর বিচারে ভারত এখন বিশ্বে তিন নম্বর দেশ। ভারতের আগে আছে ব্রাজিল আর আমেরিকা। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার ১৪৬ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৬ লক্ষ ১২ হাজার ৮১৪ জন করোনাজয়ী।

Previous articleজনসংখ্যা অর্ধেক হবে ২০টিরও বেশি দেশে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
Next articleএবার জিও-তে প্রচুর লগ্নি গুগলের, 5G ট্রায়াল শুরু করবে মুকেশ আম্বানির সংস্থা