Thursday, November 13, 2025

ভারতেই আত্মপ্রকাশ শ্যাম্পুর !

Date:

Share post:

একটা সময় ছিল যখন ফুল ও নানা ধরনের ফলের রসের মিশ্রণ তৈরি করে মাথায় মালিশ করা হত ৷ এখানে থেকেই পরবর্তীকালে শ্যাম্পু করার ধারণার জন্ম ৷
তখন কোনও ব্র্যান্ড ছিল না ৷ কয়েকশো বছর আগেই ভারতের মাটিতে জন্ম নিয়েছিল শ্যাম্পুর ধারণা।
সাবান জাতীয় কিছু, কোনও বিশেষ ফল কিংবা গাছের পাতা দিয়েই মাথার চুল ও শরীর পরিষ্কার করা হত ৷ চুলের যে আলাদা করে যত্ন নিতে হয়, সেকথাও জানত না গোটা বিশ্ব ৷ কিন্তু তখনও ভারতে চুল পরিষ্কার করা বা শ্যাম্পু করা নিয়মিত কাজের মধ্যে ছিল ৷ চুল পরিষ্কার করার এই সুপ্রাচীন পদ্বতিই সমগ্র বিশ্বকে শ্যাম্পুর ধারণা দিয়েছিল ৷
অতীতে তেল দিয়ে এই মাথা ম্যাসাজের ধারণা থেকে জন্ম নেয় শ্যাম্পু করার পদ্ধতি৷
মুঘল আমলেও মাথা মালিশ বা ম্যাসাজ করার বহু উল্লেখ পাওয়া যায় ৷ খ্রিশ্টপূর্ব চারের দশকে গ্রিক ইতিহাসবিদ স্ত্রাবো ভারতের শ্যাম্পু করার রীতির কথা উল্লেখ করে গেছেন ৷ তখন আয়ুর্বেদ মেনে চুলের যত্ন নেওয়া হত ৷ আজ থেকে 300-400 বছর আগে মাথা ম্যাসাজ চলত ৷ মূলত তেল বা কোনও মিশ্রণ বানিয়ে মাথায় ও চুলে দেওয়া হত ৷ সাধারণত আয়ুর্বেদ গুণ সমৃদ্ধ নানা ফল ও গাছের পাতা থেকে রস বের করে তা মাথায় মাখা হত ৷ এই মিশ্রণ বা তেল তৈরিতে যেগুলি ব্যবহার করা হত, তা হল আম্লকি, রিঠা ফল, জবা ফুল, শিকাকাই, মেথি, সবুজ ছোলা, তুলসী ৷
পরের দিকে ব্রিটিশরা ভারতে এসেও এই রীতি অনুসরণ করে ৷
আত্মপ্রকাশ
উনিশ শতকে। ইংল্যান্ডে এই শ্যাম্পু করা, মাথা ম্যাসাজ করা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়ায় ৷ তখনকার হেয়ার ড্রেসাররা নানা ধরনের ম্যাসাজ ও চুল ধোওয়ার পদ্ধতির আবিষ্কার করেন ৷ এই সময়কালের সঙ্গে নাম জড়ায় পটনার সেক ডিন মাহমুদের ৷ 1759 সালে জন্মেছিলেন তিনি ৷ 1800 সালের শুরু দিকে ইংল্যান্ড যান ৷ সেখানে একটি সেলুন ও স্পা খুলেছিলেন তিনি ৷
এরপর 1898 সালে অ্যামেরিকায় জন ব্রেক নামে একজন দমকল কর্মী শ্যাম্পু তৈরির জন্য গবেষণা শুরু করে দেন ৷ রসায়ন নিয়ে বিস্তর পড়াশোনা করেন ৷ শেষ পর্যন্ত বাজারজাত হয় আজকের শ্যাম্পু ।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...