Friday, November 14, 2025

একটা সময় ছিল যখন ফুল ও নানা ধরনের ফলের রসের মিশ্রণ তৈরি করে মাথায় মালিশ করা হত ৷ এখানে থেকেই পরবর্তীকালে শ্যাম্পু করার ধারণার জন্ম ৷
তখন কোনও ব্র্যান্ড ছিল না ৷ কয়েকশো বছর আগেই ভারতের মাটিতে জন্ম নিয়েছিল শ্যাম্পুর ধারণা।
সাবান জাতীয় কিছু, কোনও বিশেষ ফল কিংবা গাছের পাতা দিয়েই মাথার চুল ও শরীর পরিষ্কার করা হত ৷ চুলের যে আলাদা করে যত্ন নিতে হয়, সেকথাও জানত না গোটা বিশ্ব ৷ কিন্তু তখনও ভারতে চুল পরিষ্কার করা বা শ্যাম্পু করা নিয়মিত কাজের মধ্যে ছিল ৷ চুল পরিষ্কার করার এই সুপ্রাচীন পদ্বতিই সমগ্র বিশ্বকে শ্যাম্পুর ধারণা দিয়েছিল ৷
অতীতে তেল দিয়ে এই মাথা ম্যাসাজের ধারণা থেকে জন্ম নেয় শ্যাম্পু করার পদ্ধতি৷
মুঘল আমলেও মাথা মালিশ বা ম্যাসাজ করার বহু উল্লেখ পাওয়া যায় ৷ খ্রিশ্টপূর্ব চারের দশকে গ্রিক ইতিহাসবিদ স্ত্রাবো ভারতের শ্যাম্পু করার রীতির কথা উল্লেখ করে গেছেন ৷ তখন আয়ুর্বেদ মেনে চুলের যত্ন নেওয়া হত ৷ আজ থেকে 300-400 বছর আগে মাথা ম্যাসাজ চলত ৷ মূলত তেল বা কোনও মিশ্রণ বানিয়ে মাথায় ও চুলে দেওয়া হত ৷ সাধারণত আয়ুর্বেদ গুণ সমৃদ্ধ নানা ফল ও গাছের পাতা থেকে রস বের করে তা মাথায় মাখা হত ৷ এই মিশ্রণ বা তেল তৈরিতে যেগুলি ব্যবহার করা হত, তা হল আম্লকি, রিঠা ফল, জবা ফুল, শিকাকাই, মেথি, সবুজ ছোলা, তুলসী ৷
পরের দিকে ব্রিটিশরা ভারতে এসেও এই রীতি অনুসরণ করে ৷
আত্মপ্রকাশ
উনিশ শতকে। ইংল্যান্ডে এই শ্যাম্পু করা, মাথা ম্যাসাজ করা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়ায় ৷ তখনকার হেয়ার ড্রেসাররা নানা ধরনের ম্যাসাজ ও চুল ধোওয়ার পদ্ধতির আবিষ্কার করেন ৷ এই সময়কালের সঙ্গে নাম জড়ায় পটনার সেক ডিন মাহমুদের ৷ 1759 সালে জন্মেছিলেন তিনি ৷ 1800 সালের শুরু দিকে ইংল্যান্ড যান ৷ সেখানে একটি সেলুন ও স্পা খুলেছিলেন তিনি ৷
এরপর 1898 সালে অ্যামেরিকায় জন ব্রেক নামে একজন দমকল কর্মী শ্যাম্পু তৈরির জন্য গবেষণা শুরু করে দেন ৷ রসায়ন নিয়ে বিস্তর পড়াশোনা করেন ৷ শেষ পর্যন্ত বাজারজাত হয় আজকের শ্যাম্পু ।

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version