Sunday, November 16, 2025

রাজ্যজুড়ে কোভিড সচেতনতার ব্যাপক প্রচার চালাবে বামেরা, ঘোষণা বিমানের

Date:

*রাজ্যজুড়ে কোভিড সচেতনতার ব্যাপক প্রচার চালাবে বামেরা, ঘোষণা বিমানের*

আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্ফর আহমদ ভবনে রাজ‍্যের ১৬ টি বামপন্থী ও সহযোগী দলগুলির নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৈঠকের পর এই বর্ষীয়ান সিপিএম নেতা সাংবাদিক সম্মেলনে করে বামেদের বেশকিছু সিদ্ধান্তের কথা জানান।

বামফন্ট্রের চেয়ারম্যান বিমান বসু বলেন, বেশ কয়েকটা টিভি চ্যানেল ও পত্রিকায় যে খবর দেখা গেছে তাতে একটা জিনিস পরিষ্কার, এই গভীর সংকটের মধ্যেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আর এই সচেতনতা প্রচার করতে আগামী ১৮ ও ১৯ জুলাই সারা রাজ্যজুড়ে কোভিড সচেতনতার প্রচার করবে বাম সংগঠনগুলি।

এছাড়াও এ মাসের শেষে একটি অবস্থান কর্মসূচি নিয়েছে বামেরা। মূলত, রাজ্যের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা, মানুষ জানে না কভিডে চিকিৎসার জন্য কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে ? অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নানা রকম কথা বলে যাচ্ছেন।

বিমান বসু আরও অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার-রাজ্য সরকার মানুষের প্রতি কোনও দায়িত্বই পালন করছে না। আর তার বিরুদ্ধেই এই কর্মসূচি।

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, মুখ্যমন্ত্রী আমফানের ক্ষতিপূরণ নিয়ে বলেছেন, সে ক্ষেত্রে যাদের পাকা ঘর ছিল তারাও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন।মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অনেকেই নাকি তা নিয়ে রাজনীতি করছেন। বিমান বসু পরিষ্কারভাবে জানান যে, বামপন্থীরা এমন পরিস্থিতে কোনওরকম রাজনীতি করে না। তারা মানুষের দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই মানুষের হয়ে প্রচার করেছে।

কেন্দ্রীয় সরকারের স্যানিটাইজারে ট্যাক্স ও জিএসটি প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় সরকার ব্যবসা বোঝে। তাই ওরা ট্যাক্স বসিয়েছে। রাজ্য সরকারের উচিত এই ঘটনার প্রতিবাদ করা। রাজ্য সরকারের জিএসটি থেকেও আয় আছে বলে মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান। বিমান বসু।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version