ভোটের লড়াই! রাজনৈতিক এজেন্ট ছেড়ে রাজ্যকে বদনাম করা হচ্ছে: মমতা

এই কঠিন পরিস্থিতিতেও অনেকে রাজনীতি করছেন। ভোটের দিকে নজর রেখে রাজনৈতিক এজেন্টের সক্রিয় করা হয়েছে। সব দোষ রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে। অথচ এই সরকারই সবচেয়ে বেশি কাজ করে। যারা বড় বড় কথা বলছে, তারা কী দিয়েছে? করোনা মোকাবেলায় রাজ্যের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভেবেছিলাম 10,000 ভেন্টিলেশন পাব। বিনামূল্যে মাস্ক পাব, পিপিই পাব। কিন্তু কী দিয়েছে কেন্দ্রীয় সরকার?”

একই সঙ্গে তিনি বলেন, করোনা রোগীর সৎকারে বাধা দেওয়া হচ্ছে। এলাকায় সেফহোম করতে বাধা দেওয়া হচ্ছে না। তাহলে সৎকার হবে কোথায়? রোগীদেরই বা কোথায় রাখা হবে? এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

Previous articleHS-এর ফল কেন প্রাইভেট ইউনিভার্সিটির সাইটে, হাইকোর্টে জরুরি শুনানি
Next articleরাজ্যপাল প্রমাণ করুন দেবেন্দ্রনাথ খুন হয়েছেন, নইলে পদত্যাগ করুন : মুখ্যমন্ত্রী