‘পজিটিভ রিপোর্ট’ সঙ্গে নিয়ে দিল্লি, গুয়াহাটি ঘুরে কলকাতায় এলেন যাত্রী! তারপর…

নিজের কাছে রাখা পজিটিভ রিপোর্ট। সেই রিপোর্ট সঙ্গে নিয়ে অবাধে ঘুরে বেড়ালেন যাত্রী। জানাজানি হতেই কলকাতা বিমানবন্দরে পড়ে গেল হইচই!

ঘটনাটি ঠিক কী?

পকেটে  পজিটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে করে দিল্লি থেকে গুয়াহাটি ঘুরে কলকাতায় আসেন এক যাত্রী।
উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা ।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গুয়াহাটি থেকে কলকাতায় নামার পরে অন্য যাত্রীদের মতো ওই যুবকও মালপত্র নিয়ে হেঁটে বেরোচ্ছিলেন। সব যাত্রীদের মত তাঁরও দেহের তাপমাত্রা পরীক্ষা হয় বিমানবন্দরে। তাঁর তাপমাত্রা স্বাভাবিক ছিল কিন্তু তারপরেও তিনি আধিকারিকদের বলেন তিনি কোয়ারেন্টাইন সেন্টারে যেতে চান। কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকায় আধিকারিকরা তাঁর কথায় গুরুত্ব দেননি। তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়। কিন্তু তবুও তিনি জোর করেন কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়ার জন্য। এরপরেও আধিকারিকরা তাঁর কথা না শুনলে তিনি পকেট থেকে তাঁর রিপোর্ট বের করে দেখান। এরপরই চাঞ্চল্যের সৃষ্টি হয় । রিপোর্ট পজিটিভ দেখার পরেই তাঁকে পাঠানো হয়েছে রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারে। তিনি যে বিমানে যাতায়াত করেছেন সেই বিমানের সমস্ত কেবিন ক্রু মেম্বারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর সহযাত্রীদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

Previous articleবারাক ওবামা-বিল গেটসদের টুইটারে সাইবার হানা!
Next articleBreaking: আচার্যকে কোনও ভার্চুয়াল বৈঠকের অনুমোদন দেওয়া হয়নি, রাজ্যপালকে জবাবে জানাল শিক্ষা দফতর