Friday, January 2, 2026

ভারতের সমস্ত কর্মী ছাঁটাই করল ইউসি ব্রাউজার ও ক্লাব ফ্যাক্টরি

Date:

Share post:

ভারতে ব্যবসা বন্ধ। তাই এই পরিস্থিতিতে কর্মীদের ছাঁটাই শুরু করল আলিবাবা গ্রুপ হোল্ড লিমিটেড। ভারতে ইতিমধ্যেই ৫৯ টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরই  আলিবাবা গ্রুপ হোল্ড লিমিটেডের ইউসি ব্রাউজারের কর্মীদের ছাঁটাই করল। প্রসঙ্গত, গতমাসে ইন্দো-চিন সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। শহিদ হন ২০ জন শ্রমিক। এরপর থেকে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে ভারতে। ভারতের বর্তমান সরকার গোপন তথ্য ফাঁস রুখতে আগাম জনপ্রিয় টিকটক সহ একাধিক অ্যাপ বন্ধ করার নির্দেস জারি করে।

যেখানে বলা হয়, অ্যাপ গুলি ভারতের সার্বভৌমত্ব ও সুরক্ষা বজায় রাখতে এই নিষেধাজ্ঞা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী এই নিষেধাজ্ঞাকে “ডিজিটাল ধর্মঘট” হিসাবে বর্ণনা করেছেন। প্রায় দশ বছর আগে ভারতে প্রবেশ করে ইউসিওয়েব। একটি নিউজ অ্যাপ এবং সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ্লিকেশন ভিমেট সহ ব্রাউজারটি পরিচালনা করত আলিবাবা। ইউসিওয়েব গতিশীল ও ছোট সাইজের ব্রাউজার ছিল এটি। কর্মচারীদের ১৫ ই জুলাইয়ের একটি চিঠিতে জানান হয়, তারা চাকরি হারাতে চলেছেন।
সংস্থা চিঠিতে জানিয়েছে, “ইউসিওয়েব এবং ভিমেটের উপর ভারত সরকারের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নিতে হল,” ইউসিউইব এক বিবৃতিতে বলেছে, সরকারি আদেশের সম্মতি জানিয়েছে সংস্থা এবং পরিষেবাগুলি বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে ক্লাব ফ্যাক্টরি (সিএফ) নামের জনপ্রিয় ই-কমার্স পরিষেবা নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় বিক্রেতাদের চিঠি জানিয়েছে, চুক্তিগত বাধ্যবাধকতা থেকে মুক্ত করে করছে। ৩০,০০০ বিক্রেতার কাছে স্থগিত রাখার চিঠি পৌঁছে গিয়েছে।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...