মহামারীতে আক্রান্ত বিগ বি অমিতাভ ও ছেলে অভিষেক চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দুজনের অবস্থাই স্থিতিশীল। নিজের টুইটারে ক্রমেই সুস্থ হয়ে ওঠা শাহেনশা স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করেছেন ।

T 3596 – ईश्वर के चरणों में समर्पित
pic.twitter.com/ByAMUabsxU
— Amitabh Bachchan (@SrBachchan) July 16, 2020
নানাবতী হাসপাতালে থেকে টুইটারে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর ছবি দিয়ে তিনি লিখেছেন, নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছি। তবে আরও অন্তত ৭ দিন তাঁদের হাসপাতালেই থাকতে হবে। এরপর দুজনকেই হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
