বন্ধ হয়ে গেল কলকাতার “অতি-সংক্রমিত” ৩টি বাজার

কলকাতা শহরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। যদিও এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনও খবর নেই। তবে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকেই কলকাতা শহরের ২৪টি কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আগামী রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্টোডাঙায়। এখানকার ৩টি জনপ্রিয়-পরিচিত বড় বড় বাজারকে রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর উল্টোডাঙার মুচিবাজার, কাদাপাড়া বাজার এবং জোড়ামন্দির বাজার রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ,
শুক্রবার থেকেই বাজারগুলি বন্ধ রাখার কথা থাকলেও তা সকালের দিকে খোলা রাখা হয়েছে। আজ সকাল ৭ টা থেকে ১২ টা পর্যন্ত বাজার বসার অনুমতি মিলেছে। তবে ১২টার পর থেকে রবিবার পর্যন্ত তা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

Previous articleনিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করেছেন অমিতাভ
Next articleইতিহাসে প্রথমবার, করোনা যুদ্ধে “শহিদ” সম্মানে কলকাতার বুকে স্মৃতিসৌধ