বাঙালি পরিচালকের হাত ধরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনী নিয়ে তৈরি ছবি

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের জীবনী নিয়ে তৈরি হয়েছে ছবি। প্রকাশিত হল ‘ম্যায় মুলায়ম সিং যাদব’-এর ট্রেলার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা ঘটনা, ঘাত প্রতিবাদ, রাজনৈতিক টানাপোড়েন থাকবে এই ফিল্মে।

বর্ষীয়ান সমাজবাদী পার্টির নেতার চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ছেলে অমিত শেঠি। উত্তরপ্রদেশের এক সাধারণ স্কুল টিচার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠবার কাহিনী নয়। বাস্তবের গল্প উঠে আসবে পরিচালক শুভেন্দু রাজ ঘোষের ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ ছবিতে। পরিচালকের দাবি, এটিই বলিউডের সেরা বায়োপিক। চাষির ছেলে, কুল্তিগির মুলায়মের বেড়ে ওঠার গল্প শোনাবে এই ফিল্ম। মুলায়মের বায়োপিকে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী-পুত্র মিমো চক্রবর্তী, গোবিন্দ নামদেব, মুকেশ তিওয়ারি, জরিনা ওয়াহাব এবং টলিউডের অপর পরিচিত মুখ রণজয় বিষ্ণু। চলতি বছরের ২ অক্টোবর ফিল্মটির মুক্তি পাওয়ার কথা।

Previous articleছাত্রদের স্বার্থে খাতা রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
Next articleউপার্জন নেই, মঞ্চ ছেড়ে ফুটপাতে শিল্পীরা ! চাইছেন মুখ্যমন্ত্রীর সাহায্য