হাইওয়েতে প্রাক্তন তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ

বীরভূমের ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার মধ্যবয়স্ক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। কপালে, গালে ও গলায় কাটা দাগ রয়েছে। নাম বলরাম ঘোষ। তাঁর পুত্র বিক্রম ঘোষের অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে। তাঁরা খবর পেয়ে হাইরোডে গিয়ে দেহ দেখতে পান। বলরামের বাইকটি পাশেই দাঁড় করানো ছিল।

বিক্রম বলেন “বলরাম ঘোষ তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মহঃ বাজারের ব্লক সভাপতি দল থেকে বহিষ্কার করেছিলেন। তারপর তিনি আর কোনো দলে যাননি”। যদিও স্থানীয় সূত্রের খবর, বলরাম ঘোষ বিজেপিতে যোগদান করেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Previous articleমমতা না পার্থ-সৌগত? আনন্দবাজার ইস্যুতে কর্মী-নেতারা বিভ্রান্ত, কার কথা মানবেন!
Next articleআগামী মাসে মিড ডে মিলে মিলবে সোয়াবিন ও সাবান, সিদ্ধান্ত শিক্ষা দফতরের