Wednesday, November 26, 2025

রামনগরে আক্রান্ত বিজেপি, অভিযোগে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস

Date:

বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তিনজন বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রামনগর থানার ও রামনগর-২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের থিয়ার গ্রামে। বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল বলেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় আশপাশে ছিল না কোনও তৃণমূল কর্মী বা নেতা।

পুলিশ সূত্রের খবর, রামনগর থানার থিয়ার বাজারে আমপানে ক্ষতিপূরণে স্বজনপোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ মালির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ১৫-২০ জন তৃণমূল আশ্রিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। ইঁট, রড, লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয়। হামলায় শম্ভু মুনিয়া, জয়দেব মুনিয়া ও সুকুমার জানা নামে তিনজন বিজেপির সক্রিয় কর্মী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিসাই হাসপাতালে ভর্তি করে। সকলের চিকিৎসা চলছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, তৃণমূলের আশ্রিত গুণ্ডারা পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন। ওদের গ্রেফতারের দাবি জানিয়েছি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাধিপতি দেবব্রত দাস বলেন, মারধরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীকোন্দলে এই ঘটনা ঘটেছে।

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...
Exit mobile version