মাস্ক এবং হেলমেট পরে না বেরোনোয় কলকাতা পুলিশের এক কর্মীকে আটকালো বিধাননগরের পুলিশ। শুক্রবার সকালে ছেলেকে নিয়ে বাইক চড়ে বেরিয়েছিলেন ওই পুলিশকর্মী। তাঁর না ছিল মাস্ক, না ছিল হেলমেট। সেই সময়ে বিধাননগরের পুলিশ কমিশনার কনটেনমেন্ট জোন পরিদর্শনে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে তাঁকে আটকায় বিধাননগর পুলিশ। তাঁকে মাস্ক দেওয়া হয়। এবং সঙ্গে সঙ্গেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিধাননগরের ডেপুটি কমিশনার বিষয়টি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছেন।