মারণ ভাইরাস মোকাবিলায় দুর্বল ৯ রাজ্য! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

প্রতীকী ছবি।

মারণ ভাইরাসের লড়াই করছে সারা বিশ্ব সহ দেশ। কিন্তু এই মোকাবিলায় দুর্বল অবস্থায় রয়েছে মধ্যপ্রদেশ, বিহার ও তেলেঙ্গানার মতো রাজ্যগুলি। ল্যানসেট জার্নালের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, দেশের ৯টি রাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ। এই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাত। মূলত সামাজিক আর্থিক পরিস্থিতি, আবাসন এবং স্বাস্থ্যবিধি সহ স্বাস্থ্য ব্যবস্থার নিরিখে এই সমীক্ষা করা হয়।

ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এর ৪ রাজ্যকে বিশ্বে পরামর্শ দেওয়া হয়েছে। বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশাকে সংক্রমণ কমাতে উদ্যোগ নিতে বলা হয়েছে। আরও বেশি পরীক্ষার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে ৭২ ঘণ্টার মধ্যে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা বলা হয়েছে।

Previous articleধর্ষণ-অ্যাসিড হামলার হুমকি স্বস্তিকাকে, অভিযোগ নিয়ে পুলিশের কাছে অভিনেত্রী
Next articleকোচবিহারে আরও ৫ সরকারি আধিকারিক সংক্রমিত