Thursday, August 28, 2025

গত দেড় বছরে আমার সঙ্গে একটা কথাও বলেননি পাইলট, রাজনৈতিক শত্রুও তো এমন করে না! বোমা গেহলটের

Date:

অশোক গেহলট বনাম শচিন পাইলট। রাজস্থানে লড়াইটা কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের। আরও একবার তা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কথাতেই পরিস্কার, ভূভারতে এমন ঘটনা নেই যেখানে একই রাজ্যে একই দলের মুখ্যমন্ত্রী আর উপ মুখ্যমন্ত্রীর মধ্যে বাক্যালাপ বন্ধ দীর্ঘদিন। ফলে রাজস্থানে এই সংঘাত অনিবার্যই ছিল।

অপসারিত উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পাইলট সম্পর্কে কী বোমা ফাটালেন অশোক গেহলট? সংবাদমাধ্যমের সামনে রাজস্থানের মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তা চমকে দেওয়ার মত। পাইলট সম্পর্কে গেহলট জানিয়েছেন, গত দেড় বছর তাঁদের মধ্যে বাক্যালাপ বন্ধ। প্রবীণ মুখ্যমন্ত্রীর মন্তব্য, এমন কেউ কোথাও দেখেছেন যে নিজের দলেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী কথা বলেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে? এমনকী কোনও পরামর্শ নেন না বা কোনও বিষয়ে আলোচনা করেন না! গেহলটের কথায়, কট্টর রাজনৈতিক শত্রুও এমন করে না! রাজনৈতিকভাবে যারা বিরোধী, তাদের সঙ্গেও কথা হয়, আলোচনা হয়। কারণ গণতন্ত্রে এটাই দস্তুর, আলোচনার বিকল্প নেই। গেহলটের তির্যক মন্তব্য, গত দেড় বছরে যা যা হয়েছে তা বলতে গেলে একটা বই হয়ে যাবে।

পাইলট ও তাঁর মধ্যে এই বিশ্বাসহীনতা যে সরকার গঠনের প্রথম দিন থেকেই ছিল তা মনে করিয়ে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গেহলট বলেন, প্রথম দিন থেকেই অসহযোগিতা চলেছে। উনি এখন ভিকটিম কার্ড খেলছেন! গত রাজ্যসভা ভোটের সময় পরিস্থিতি এমন হয় যে দশদিন ধরে আমাদের বিধায়কদের একটা রিসর্টে রাখতে হয়েছিল। গেহলট জানান, এরপরই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেখানে দশ- বারো জন বিধায়কের নাম উঠে আসে। পাইলটের নাম তো প্রকাশ্যে বলাই হয়নি। তার অাগেই উনি ব্যাখ্যা দিতে শুরু করলেন! কোনও ভূমিকা না থাকলে আগে থেকে ব্যাখ্যা দেওয়ার দরকার হল কেন?

পাইলটের সঙ্গে তিক্ততা কোন পর্যায়ে গিয়েছে তা বুঝিয়ে দিয়েও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্তব্য, তবু যদি উনি ফিরে অাসেন আমি ওকে বুকে জড়িয়ে ধরব।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version