মহামেডান ক্লাবের তৃতীয় বিদেশি কী নতুন মুখ, ময়দানে জল্পনা তুঙ্গে!

ইতিমধ্যেই মোহনবাগানের প্রাক্তনী কিংসলে এবং ইস্টবেঙ্গলের প্রাক্তনী উইলিস প্লাজাকে সই করিয়ে চমক দিয়েছে সাদা–কালো শিবির । এবার এশিয়ান কোটার তৃতীয় বিদেশি কে হবেন তা নিয়ে সরগরম ময়দান ।
আলোচনায় তৃতীয় বিদেশি হিসাবে নাম শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তনী ডু ডং কিংবা মোহনবাগানে খেলে যাওয়া তুর্সুনভ। যদিও আরও একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে মহমেডান শিবির থেকে । এশিয়ান কোটার তৃতীয় বিদেশি সম্পূর্ণ অপরিচিত ভারতীয় ফুটবলে । এর আগে এদেশে তিনি খেলেননি। মালোয়েশিয়ান লিগে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। সেই বিদেশিকে সই করাতে চলেছে সাদা–কালো। সামনের সপ্তাহে হতে পারে ঘোষণা ।
আসলে তৃতীয় বিদেশির পিছনে বেশি টাকা খরচ করতে চাইছেন না সাদা কালো কর্তারা। কারণ, দ্বিতীয় ডিভিশন আই লিগে মাঠে প্রথম একাদশে খেলতে পারবেন দু’জন বিদেশি। তৃতীয় বিদেশির ঠাঁই হবে রিজার্ভ বেঞ্চে। মহমেডানের এক কর্তা বলেন, ‘ডু ডং, তুর্সুনভ হবে না। তবে একজন নতুন মুখ হবে। তাঁর জীবনপঞ্জি ভাল করে দেখা হয়েছে। খেলার ভিডিও দেখেছি। সমর্থকরা হতাশ হবেন না।’ এরই পাশাপাশি,
কলকাতা লিগের ম্যাচ নিজেদের মাঠে খেলার পরিকল্পনা নিয়েছেন মহামেডান কর্তারা । জোরকদমে চলছে মাঠ সংস্কারের কাজ। আইএফএ সচিব জয়দীপ মুখার্জিও মহমেডান মাঠ পরিদর্শন করেছেন।

Previous articleমুখ্যমন্ত্রী দফতরের সামনেই আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের
Next articleভাইরাসে আক্রান্ত আড়াই কোটি মানুষ, প্রেসিডেন্টের দাবিতে চাঞ্চল্য