ভাইরাসে আক্রান্ত আড়াই কোটি মানুষ, প্রেসিডেন্টের দাবিতে চাঞ্চল্য

বিশ্ব জুড়ে চলছে মহামারির ত্রাস। আক্রান্তের সংখ্যা গরমিলের অভিযোগ উঠেছে বহু দেশের বিরুদ্ধে। আমেরিকা ব্রিটেন সহ একাধিক দেশ চিনের বিরুদ্ধে সরব হয়েছে। এবার দেশের পরিসংখ্যান নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট হাসানা রুহানি। তাঁর দাবি, আড়াই কোটি মানুষ সংক্রমিত হয়েছেন। কিন্তু সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার।

ইরানের জনসংখ্যা ৮ কোটি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে ইরানে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। প্রেসিডেন্টের দাবি যদি সত্যি হয়, তাহলে তা যথেষ্ট উদ্বেগজনক বলে মত বিশেষজ্ঞদের। সারা বিশ্বের মধ্যে সংক্রমণের নিরিখে বেশ খানিকটা পিছনে রয়েছে ইরান। সরকারি চ্যানেলে জাতির উদ্দেশে ভাষণে রুহানি আরও দাবি করেছেন, ভবিষ্যতে দেশে আরও সাড়ে তিন কোটি মানুষ সংক্রমিত হতে পারেন।

Previous articleমহামেডান ক্লাবের তৃতীয় বিদেশি কী নতুন মুখ, ময়দানে জল্পনা তুঙ্গে!
Next articleCESC-র ব্যাখ্যায় ক্ষোভ, আকাশছোঁয়া বিলের বিরুদ্ধে তোপ অঙ্কুশ, যশ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের