বিধি-নিষেধ উপেক্ষা করে সিঙ্গুরে বিজেপির জমায়েত

আমফানের ক্ষতিপূরণ, ১০০ দিনের কাজের জব কার্ডের দাবিতে সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। বিধি নিষেধ উপেক্ষা করে এক জায়গায় বহু মানুষ জড়ো হন। শুধু তাই নয়, বেশিরভাগ বিক্ষোভকারীর মুখেই ছিল না মাস্ক। গন্ডোগোল এড়াতে পুলিশ মোতায়েন করা হয় পঞ্চায়েত গেটের সামনে। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন গোপালনগর মণ্ডলের সভাপতি গৌতম মোদক, সম্পাদক অভিজিৎ দাস ও রজত বাড়ুই। এদিন গ্রামের মহিলারা জোর করে পঞ্চায়েতে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

অভিযোগ, এরপর জোর করে ঢুকে বিজেপি স্মারকলিপি জমা দেয়। তবে এদিন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান কেউই ছিলেন না। পরে পুলিশের হস্তক্ষেপে পঞ্চায়েতের সেক্রেটারি ডেপুটেশন গ্রহন করে। কিন্তু ভাইরাস সংক্রমণ যেভাবে বাড়ছে সেই সময় সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে বিজেপির জমায়েত নিয়ে উঠছে প্রশ্ন।

Previous articleবানভাসি অসম: ক্ষতিগ্রস্ত ৭০ লক্ষ মানুষ, জলে ডুবে মৃত্যু ৯টি গণ্ডারের  
Next articleপেট্রলের থেকে দামি ডিজেল, দাম অপরিবর্তিত থাকলো আজও