Monday, November 17, 2025

তাপমাত্রা কমলে সংক্রমণ বাড়বে? গবেষণার তথ্য বাড়াচ্ছে আশঙ্কা

Date:

বিশ্ব মহামারি থেকে কবে মুক্তি মিলবে, তা কারুরই জানা নেই। কিন্তু সংক্রমণের সম্ভাবনা কখন সবচেয়ে বেশি, তা নিয়ে বিশেষজ্ঞরা নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। মানুষকে মহামারির বিপদ সম্পর্কে সচেতন করার পাশাপাশি আগাম প্রস্তুতি নেওয়ার জন্য সংক্রমণের বাড়া কমার সম্ভাবনা জানাটা জরুরি। এমনিতেই লকডাউন উঠে যাওয়ার পর থেকে করোনা সংক্রমণ অনেকটাই মাত্রাছাড়া। কিন্তু আগামীদিনে এই গ্রাফ কি আরও উর্ধমুখী হবে? কী বলছেন গবেষকরা?

ভুবনেশ্বর আইআইটি ও এইমসের এক যৌথ গবেষণা অনুসারে, তাপমাত্রা কমতে শুরু করলে আরও বাড়বাড়ন্ত হবে করোনা ভাইরাসের। সেদিক থেকে বর্ষাকাল ও শীতকালই হল সংক্রমণ ছড়িয়ে পড়ার আদর্শ সময়। আইআইটি ভুবনেশ্বরে এই গবেষণা চালিয়েছেন ভিনোজ ভি, গোপীনাথ এন এবং লান্ডু কে। এছাড়া এইমস ভুবনেশ্বরের তরফে ছিলেন বিজয়িনী বি ও বৈজয়ন্তীমালা এম। তাঁদের গবেষণায় বলা হয়েছে, বৃষ্টি পড়লে তাপমাত্রা কমতে শুরু করে। আর তাতেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। গবেষকদের সমীক্ষায় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ২৮টি রাজ্যে কীভাবে করোনা ছড়িয়েছে, সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে, তাপমাত্রা ও আর্দ্রতার উপর এই ভাইরাসের বড় প্রভাব রয়েছে। গবেষক ভিনোজ ভি এই প্রসঙ্গে বলেন, তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা ০.৯৯ শতাংশ কমে যায়। আর্দ্রতা বাড়লেই সংক্রমণের সম্ভাবনা কম থাকে বলে উল্লেখ করা হয়েছে। তবে বর্ষাকালে আর্দ্রতা বাড়লে করোনা সংক্রমণ কেমন হবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ওই গবেষক আরও বলেন, সূর্যের তাপমাত্রা কতটা পৌঁছচ্ছে তার উপর সংক্রমণের প্রভাব নির্ভর করে। তাপমাত্রা বাড়লে করোনা দ্বিগুণ হারে ছড়িয়ে পড়ার সময়সীমা কিছুটা কমে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version