ভারতীয় বোর্ডে সাবা আছেন না পদত্যাগ করেছেন? ধোঁয়াশা বাড়ছে

হঠাৎ পদত্যাগ সাবা করিমের। ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন্স) পদ থেকে সরে গেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। যদিও সরকারিভাবে সাবা কিছু জানাননি, বোর্ডের তরফেও কিছু জানানো হয়নি। বোর্ডের অন্দরের খবর, নতুন কমিটির সঙ্গে সাবার সঙ্ঘাতের কারণে এই সিদ্ধান্ত।

কিছুদিন আগেই ক্রিকেট বোর্ডের সিইও পদ থেকে ইস্তফা দেন রাহুল জোহরি। তার বিরুদ্ধে অবশ্য মিটু-র অভিযোগ ছিল। সাভার বিরুদ্ধে গত বছর অভিযোগ তুলেছিলেন প্রশাসক কমিটির সদস্য তথা প্রাক্তন ভারত অধিনায়ক ডায়না এডুলজি। তার অভিযোগ ছিল সাপোর্ট স্টাফ নিয়োগে বেনিয়ম করেছেন সাবা। কিন্তু প্রায় এক বছর আগের ঘটনার কারণে এখন কেন পদত্যাগ করবেন সাবা? সে নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে। ২০১৭ সালে সাবা বোর্ডের জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হন। বোর্ডের একটি মহলের বক্তব্য, আসলে সৌরভের সঙ্গে সাবার ওয়েভ লেংথে মিল হচ্ছে না। সৌরভও চাইছেন তার নিজের টিম তৈরি করতে। ফলে সাবার সরে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ ছিল না! কোন পক্ষেই সরকারিভাবে পদত্যাগের কথা স্বীকার না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে প্রবল।

Previous articleঅদম্য জেদে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বছর ৫২-র প্রৌঢ়া
Next articleকলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট