Friday, November 14, 2025

শিয়ালদহ স্টেশনে ঢোকার মুখে আচমকা বেলাইন ট্রেন, তারপর যা ঘটল!

Date:

করোনা আবহে চলছে লকডাউন। যাত্রী পরিষেবায় দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল ট্রেন। যদিও রেলের বিভিন্ন ধরণের স্টাফ-জি আর পি- আর পি এফ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বাড়ি থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চার-পাঁচ কামরার বিশেষ লোকাল ট্রেন চালায় আছে। এবার সেখানেই বিপত্তি।

স্টাফদের নিয়ে শিয়ালদহ স্টেশনে ঢোকার সময় হাসনাবাদ স্পেশাল ট্রেনের দুটি চাকা আচমকা বেলাইন হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিয়মিত লাইন রক্ষণাবেক্ষণ সত্ত্বেও ট্রেন প্রায় না চলা অবস্থায় এই দুর্ঘটনার জন্য রেলের সুরক্ষার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রেলকর্মীরাই।

রেলকর্মীদের অভিযোগ, ওই সময় ট্রেনের গতি কম ছিল এবং রবিবার ছুটির দিন হওয়ায় তুলনায় কর্মী সংখ্যাও ছিল অনেক কম। সেই কারণেই বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে।

শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১০.০৭ মিনিট নাগাদ রেলকর্মীদের নিয়ে যখন হাসনাবাদ স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদহ স্টেশনে ঢুকছিল ঠিক তখনই তিন নম্বর বগির দুটি চাকা লাইন থেকে পড়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরা।

ট্রেন থেকে নেমে যাত্রীরা হইচই শুরু করেন। ছুটে আসে আরপিএফ, জিআরপি। পরে ট্রেনটি তোলার জন্য সচেষ্ট হয় ইঞ্জিনিয়ারিং কর্মীরা।ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। বেলাইন হওয়ার কারণ খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version