Monday, November 10, 2025

অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ, দাবি, প্রথম পর্যায়ে সাফল্য মিলেছে

Date:

অক্সফোর্ডের অতিমারির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান-
ট্রায়াল সফল বলে দাবি করা হয়েছে৷ সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, খুব বাড়াবাড়ি বা বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া ভ্যাকসিনটিতে হয়নি৷ যাঁদের উপর ট্রায়াল হয়েছিল, তাঁদের মধ্যে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের শুধুই জ্বর ও মাথাব্যথা হয়েছে৷
তবে গবেষকরা বলছেন, এই জ্বর, মাথাব্যথা প্যারাসিটামলে সেরে যাবে৷
হিউম্যান-ট্রায়ালের সামগ্রিক পর্যবেক্ষণ বলছে, এই ভ্যাকসিন নিরাপদ ও রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সক্ষম৷৷ এই ট্রায়ালে মোট ১,০৭৭ জনের উপর এই ভ্যাকসিন, ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়৷ দেখা গিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ভ্যাকসিনটি অ্যান্টিবডি ও হোয়াইট ব্লাড সেল তৈরি করতে সক্ষম৷ ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রায় ১০ কোটি ডোজ বরাত দিয়েছে ব্রিটিশ সরকার৷

ভ্যাকসিনটির মেডিক্যাল নাম- ChAdOx1 nCoV-19৷ অতিমারি-ভাইরাসের থাবা থেকে মানুষকে বাঁচাতে ভ্যাকসিনটি তৈরি করেন অক্সফোর্ডের গবেষকরা৷ সারা গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ডের গবেষকদের দাবি, তাঁদের তৈরি এই ভ্যাকসিন ‘T-Cell’ তৈরিতেও সক্ষম। ফাইজারের মতো বিশ্বের বহু সংস্থা ভ্যাকসিন আবিষ্কারের কাজ চালাচ্ছে। তাদের কারও প্রথম বা দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু অক্সফোর্ডের মতো অন্য কেউই এখনও পর্যন্ত দাবি করতে পারেনি যে, তাদের ভ্যাকসিনে অ্যান্টিবডির সঙ্গে ‘টি-সেল’ তৈরি হচ্ছে।
সারা গিলবার্টের কথায়, ‘আমাদের তৈরি ভ্যাকসিনে অতিমারি নিয়ন্ত্রণে চলে আসবে, এটা নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি৷ এখনও অনেক কাজ বাকি৷ তবে প্রাথমিক রেজাল্ট আমাদের আশা জাগাচ্ছে৷’

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version