Thursday, August 28, 2025

মারণ ভাইরাস করোনার গ্রাস থেকে কার্যত মুক্তি নেই কারও।

এবার করোনার হানা বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল-হাসানের বাড়িতে। জানা গিয়েছে, এই তারকা ক্রিকেটারের বাবা মাশরুর রেজা কুটিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার মাশরুর রেজাসহ মাগুরার আরও ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা।

বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হন। এরপর তাঁর ভাই এবং স্ত্রীও করোনা আক্রান্ত হন। সর্বশেষ রিপোর্টে মাশরাফির রিপোর্ট নেগেটিভ এলেও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। তিনিও এখন করোনামুক্ত।

তামিম ইকবালের মা এবং ভাই, প্রাক্তন ওপেনার নাফিস ইকবাল-সহ পরিবারের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। তারাও এখন করোনামুক্ত। এবার করোনা আক্রান্ত হলেন সাকিবের বাবা।

জানা গিয়েছে, সাকিব আল হাসান এখন নিউইয়র্কে স্ত্রী-কন্যার সঙ্গে। তাঁর বাবা মাশরুর রেজা কুটিল সাংবাদিকদের বলেন, “বুধবার থেকে আমার শরীরে জ্বর, সর্দি-সহ কিছু উপসর্গ দেখা দেয়। শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিই। রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আমি এখন সুস্থ আছি। চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাসের অধীনে বাড়িতে থেকে আমি চিকিৎসা করছি”।

মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা বলেন, সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা-সহ ৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version