শহিদ দিবসের ২৪ ঘণ্টা আগে দিলীপের ৯৩ শহিদ তালিকা, বললেন প্রহসন দিবস!

তৃণমূলের শহিদ দিবসের আগে রাজ্যে বিজেপির শহিদ তালিকা প্রকাশ করে বিতর্ক তৈরি করে দিল প্রধান বিরোধী দল। সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি ১১পাতার হ্যান্ড আউট প্রকাশ করেন। যে হ্যান্ড আউটে রয়েছে ৯৩জন বিজেপির কর্মীর মৃত্যুর তালিকা। দিলীপের বক্তব্য, শহিদ দিবস পালনের অধিকার হারিয়েছে তৃণমূল সরকার। গণতন্ত্র আর বাক-স্বাধীনতা নেই মানুষের। একের পর এক বিজেপি কর্মীকে হত্যা করা হচ্ছে। শহিদ দিবস আসলে প্রহসন দিবসে পরিণত হয়েছে। দিলীপ বলছেন, ১৯৯৩ সালে যারা শহিদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিজেপি। কিন্তু তৃণমূল সরকার এই শহিদ দিবস পালনের অধিকার হারিয়েছে। রাজ্য সরকার ভণ্ডামি করছে দাবি করে দিলীপ বলেন, বিজেপি বিধায়ক খুনের আমরা সিবিআই তদন্ত চাই। হাই কোর্ট ফিরিয়ে দিলেও সুপ্রিম কোর্টের রাস্তা খোলা রয়েছে। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, অথচ চোপড়ার মতো ঘটনা ঘটে চলেছে। আসলে এই সরকারের কোনও চক্ষুলজ্জা নেই। মানুষ এর জবাব দেবেন।

Previous articleভাইরাস আক্রান্ত মা, কাচের দেওয়ালের পাশে বসে মৃত্যুর সাক্ষী থাকল ছেলে
Next articleচিনকে একঘরে করতে ও জিনপিং প্রশাসনকে চাপে রাখতে ব্রিটেন সফরে পম্পেও